আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭৩১
২৭৯৩. নবী (ﷺ) এর বাণীঃ যে ব্যক্তি মাল রেখে যায়, তা তার পরিবার-পরিজনের হবে।
৬২৭৫। আবদান (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি মু’মিনদের নিকট তাদের প্রাণের চেয়েও অধিক প্রিয়। যে ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা যায় আর সে যদি ঋণ পুরা করার মত কোন সম্পদ রেখে না যায়, তাহলে তা আদায় করার দায়িত্ব আমার। আর যে ব্যক্তি কোন মাল রেখে মারা যায়, তা হবে তার উত্তরাধিকারীদের জন্য।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন