আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৭০- উত্তরাধিকার সংক্রান্ত

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৭২৯
২৭৯২. নবী (ﷺ) এর বাণীঃ আমাদের কোন উত্তরাধিকার হবে না, আর যা কিছু আমরা রেখে যাই তার সবই হবে সাদ্‌কা স্বরূপ।
৬২৭৩। ইসমাঈল (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) থেকে বর্ণিত যে, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেনঃ আমার রেখে যাওয়া সম্পত্তির দীনার বন্টনযোগ্য নয়। আমার সহধর্মিণীগণের এবং আমার কর্মচারীবৃন্দের খরচ ব্যতীত যতটুকু থাকবে তা হবে সাদ্‌কা।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন