আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬১৪
৩৪৭৪. আদম (আঃ) ও মুসা (আঃ) এর আল্লাহ তাআলার সামনে কথা কাটাকাটি করা।
৬১৬১। আলী ইবনে আব্দুল্লাহ (রাহঃ) ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আদম ও মুসা (আলাইহিমাস সালাম) (পরস্পরে) কথা কাটাকাটি করেন। মুসা (আলাইহিস সালাম) বলেনঃ হে আদম, আপনি তো আমাদের পিতা। আপনি আমাদেরকে বঞ্চিত করেছেন এবং আমাদেরকে জান্নাত থেকে বের করেছেন। আদম (আলাইহিস সালাম) মুসাকে (আলাইহিস সালাম) বললেনঃ হে মুসা! আপনাকে তো আল্লাহ তা'আলা স্বীয় কালামের মাধ্যমে সম্মানিত করেছেন এবং আপনার জন্য স্বীয় হাত দ্বারা লিখেছেন (আল্লাহ আপনার করণীয় সম্পর্কে নিজেই লিপিবদ্ধ করেছেন)। অতএব আপনি কি আমাকে এমন একটি ব্যাপার নিয়ে তিরস্কার করছেন, যা আমার সৃষ্টির চল্লিশ বছর পূর্বেই আল্লাহ নির্ধারণ করে রেখেছিলেন? তখন আদম মুসার উপর এই বিতর্কে জয়ী হলেন। উক্ত কথাটি রাসূলুল্লাহ (ﷺ) তিনবার বলেছেন। সুফিয়ানও ......... আবু হুরায়রা (রাযিঃ) সূত্রে নবী (ﷺ) থেকে এরূপ বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন