আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬১৫
৩৪৭৫. আল্লাহ তাআলা যা দান করেন তা রদ করার কেউ নেই।
৬১৬২। মুহাম্মাদ ইবনে সিনান (রাহঃ) ......... মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) এর আযাদকৃত গোলাম ওয়াররাদ (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একদা মুআবিয়া (রাযিঃ) মুগীরা ইবনে শু'বা (রাযিঃ) এর নিকট এই মর্মে চিঠি লিখলেন যে, নবী (ﷺ) নামাযের পর যা পাঠ করতেন এ সম্পর্কে তুমি যা শুনেছ, আমার কাছে লিখে পাঠাও। তখন মুগীরা (রাযিঃ) আমাকে তা লিখে দেওয়ার দায়িত্ব দিলেন। তিনি বললেনঃ আমি নবী (ﷺ) কে নামাযের পরে বলতে শুনেছি,
لاَ إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ المُلْكُ، وَلَهُ الحَمْدُ، وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ، اللَّهُمَّ لاَ مَانِعَ لِمَا أَعْطَيْتَ، وَلاَ مُعْطِيَ لِمَا مَنَعْتَ، وَلاَ يَنْفَعُ ذَا الجَدِّ مِنْكَ الجَدُّ
অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, তিনি অদ্বিতীয়, তার কোন অংশীদার নেই। হে আল্লাহ! তুমি যা দান কর তা রদকারী কেউ নেই। আর তুমি যা রদ কর তার কোন দানকারীও নেই। তুমি ব্যতীত প্রচেষ্টাকারীর প্রচেষ্টা কোন ফল বয়ে আনবে না।
ইবনে জুরায়জ আবদা থেকে বর্ণনা করেন যে, ওয়াররাদ তাকে এ বিষয়ে জানিয়েছেন, এরপর আমি মুআবিয়া (রাযিঃ) এর নিকট গিয়েছি। তখন আমি তাঁকে শুনেছি তিনি মানুষকে এ দোয়া পড়তে হুকুম করছেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন