আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৮- তাকদির সংশ্লিষ্ট অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৬১৩
৩৪৭৩. (মহান আল্লাহর বাণীঃ) আমি যে দৃশ্য তোমাকে দেখিয়েছি, তা কেবল মানুষের পরীক্ষার জন্য (১৭ঃ ৬০)।
৬১৬০। হুমাইদী (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, وَمَا جَعَلْنَا الرُّؤْيَا الَّتِي أَرَيْنَاكَ إِلاَّ فِتْنَةً لِلنَّاسِ আয়াতের ব্যাখ্যায় তিনি বলেন, তা হচ্ছে চোখের দেখা; যে রজনীতে রাসূলুল্লাহ (ﷺ) কে বায়তুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করানো হয়েছিল, সে রজনীতে তাকে যা দেখানো হয়েছিল। তিনি বলেন, কুরআন মজীদে উল্লেখিত وَالشَّجَرَةَ الْمَلْعُونَةَ দ্বারা যাক্কুম বৃক্ষকে বোঝানো হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন