আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৩০
৩৩৬১. নামাযের পরের দুআ।
৫৮৯১। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... মুগীরা (রাযিঃ) আবু সুফিয়ানের পুত্র মুআবিয়া (রাযিঃ) এর নিকট এক পত্রে লিখেন যে, নবী (ﷺ) প্রত্যেক নামাযে সালাম ফিরানোর পর বলতেনঃ আল্লাহ ছাড়া আর কোন মা’বুদ নেই। তিনি একাই মা’বুদ। তার কোন শরীক নেই। রাজত্ব সব তারই, যাবতীয় প্রশংসা তারই প্রাপ্য। তিনি সব কিছুর উপর সর্বশক্তিমান। ইয়া আল্লাহ! আপনি কাউকে যা দান করেন, তাকে বাঁধা দেওয়ার কেউ নেই। আর আপনি যাকে কোনকিছু দিতে বিরত থাকেন, তাকে তা দেওয়ার মত কেউ নেই। আপনার রহমত না হলে কারো প্রচেষ্টা ফলপ্রসূ হবে না।
