আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩৩১
৩৩৬২. আল্লাহ তাআলার বাণীঃ তুমি দুআ করবে ....... (৯ঃ ১০৩)। আর যিনি নিজেকে বাদ দিয়ে কেবল নিজের ভাইয়ের জন্য দুআ করেন।
আবু মুসা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) দুআ করেন, হে আল্লাহ! আপনি উবাইদ আবু আমিরকে মাফ করুন। হে আল্লাহ! আপনি আব্দুল্লাহ ইবনে কায়সের গুনাহ মাফ করে দিন।
আবু মুসা (রাযিঃ) বলেন, নবী (ﷺ) দুআ করেন, হে আল্লাহ! আপনি উবাইদ আবু আমিরকে মাফ করুন। হে আল্লাহ! আপনি আব্দুল্লাহ ইবনে কায়সের গুনাহ মাফ করে দিন।
৫৮৯২। মুসাদ্দাদ (রাহঃ) ......... সালামা ইবনে আকওয়া (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ একবার আমরা নবী (ﷺ) এর সঙ্গে খায়বর অভিযানে বের হলাম। সেনাবাহিনীর এক ব্যক্তি বললেনঃ ওহে আমির! যদি আপনি আপনার ছোট ছোট কবিতা থেকে কিছুটা আমাদের শোনাতেন? তখন তিনি সওয়ারী থেকে নেমে হুদী গাইতে গাইতে বাহন হাঁকিয়ে নিতে শুরু করলেন। তাতে উল্লেখ করলেনঃ আল্লাহ তাআলা না হলে আমরা হেদায়েত পেতাম না। (রাবী বলেন) এছাড়া আরও কিছু কবিতা তিনি আবৃত্তি করলেন, যা আমি স্মরণ রাখতে পরিনি। তখন রাসূলুল্লাহ(ﷺ) জিজ্ঞাসা করলেনঃ এ উট চালক লোকটি কে? সাথীরা বললেনঃ উনি আমির ইবনে আকওয়া। তিনি বললেনঃ আল্লাহ তার উপর রহম করুন। তখন দলের একজন বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! আপনি তার দুআর সাথে আমাদেরকেও শামিল করলে ভাল হতো না?
এরপর যখন মুজাহিদগণ কাতারবদ্ধ হয়ে শত্রুর সাথে যুদ্ধ করলেন। এ সময় আমির (রাযিঃ) তাঁর নিজের তরবারীর অগ্রভাগের আঘাতে আহত হলেন এবং এ আঘাতের দরুন তিনি মারা গেলেন। এদিন লোকেরা সন্ধ্যার পর (পাকানোর জন্য) বিচ্ছিন্নভাবে অনেক আগুন জ্বালালেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ এ সব আগুন কিসের? এসব আগুন দিয়ে তোমরা কি জ্বাল দিচ্ছ। তারা বললেনঃ আমরা গৃহপালিত গাধার গোশত জ্বাল দিচ্ছি। তখন নবী (ﷺ) বললেনঃ ডেগগুলোর মধ্যে যা আছে, তা সব ফেলে দাও এবং ডেগগুলোও ভেঙ্গে ফেল। এক ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! ডেগগুলোর মধ্যে যা আছে তা ফেলে দিলে এবং পাত্রগুলো ধুয়ে নিলে চলবে না? তিনি বললেনঃ তবে তাই কর।
এরপর যখন মুজাহিদগণ কাতারবদ্ধ হয়ে শত্রুর সাথে যুদ্ধ করলেন। এ সময় আমির (রাযিঃ) তাঁর নিজের তরবারীর অগ্রভাগের আঘাতে আহত হলেন এবং এ আঘাতের দরুন তিনি মারা গেলেন। এদিন লোকেরা সন্ধ্যার পর (পাকানোর জন্য) বিচ্ছিন্নভাবে অনেক আগুন জ্বালালেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) জিজ্ঞাসা করলেনঃ এ সব আগুন কিসের? এসব আগুন দিয়ে তোমরা কি জ্বাল দিচ্ছ। তারা বললেনঃ আমরা গৃহপালিত গাধার গোশত জ্বাল দিচ্ছি। তখন নবী (ﷺ) বললেনঃ ডেগগুলোর মধ্যে যা আছে, তা সব ফেলে দাও এবং ডেগগুলোও ভেঙ্গে ফেল। এক ব্যক্তি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! ডেগগুলোর মধ্যে যা আছে তা ফেলে দিলে এবং পাত্রগুলো ধুয়ে নিলে চলবে না? তিনি বললেনঃ তবে তাই কর।


বর্ণনাকারী: