আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩২৮
৩৩৬০. নামাযের মধ্যে দুআ পড়া।
৫৮৮৯। উসমান ইবনে আবি শাঈবা (রাহঃ) ......... আব্দুল্লাহ (রাযিঃ) বলেন, আমরা নামাযে বলতামঃ ″আসসালামু আলাল্লাহ, আসসালামু আলা ফুলানিন″ তখন একদিন নবী (ﷺ) আমাদের বললেনঃ আল্লাহ তাআলা তো নিজেই সালাম। সুতরাং তোমাদের কেউ যখন নামাযে বসবে, তখন সে যেন التَّحِيَّاتُ لِلَّهِ - الصَّالِحِين পর্যন্ত পড়ে। সে যখন এতটুকু পড়বে, তখন আসমান যমীনে আল্লাহর সব নেক বান্দাদের নিকট তা পৌছে যাবে। তারপর সে বলবেঃ أَشْهَدُ أَنْ لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ তারপর হামদ-সানা যা ইচ্ছা হয় পড়তে পারবে।
