আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৬- দুআ - যিকরের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬৩২৭
৩৩৬০. নামাযের মধ্যে দুআ পড়া।
৫৮৮৮। আলী (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, (আল্লাহর বাণীঃ) “নামাযে স্বর উচ্চ করবে না এবং অতিশয় ক্ষীণও করবে না ......।” এ আয়াতটি দুআ সম্পর্কেই নাযিল করা হয়েছে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন