রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

৩. আহার-পানীয় গ্রহণের আদব

হাদীস নং: ৭৩২
১ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলা
খাওয়ায় বিসমিল্লাহ না বলার কুফল
হাদীছ নং: ৭৩২

উম্মুল মুমিনীন হযরত আয়েশা রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ছয়জন সাহাবীর সঙ্গে খানা খাচ্ছিলেন। এ অবস্থায় এক বেদুঈন আসল। সে দু' লোকমাতেই তা খেয়ে ফেলল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শোনো! সে যদি আল্লাহর নাম নিত, তবে এ খানা তোমাদের সকলের জন্য যথেষ্ট হতো।-তিরমিযী
(জামে' তিরমিযী: ১৮৫৮; সুনানে ইবন মাজাহ ৩২৬৪; মুসনাদে আবু দাউদ তয়ালিসী: ১৬৭১; মুসনাদে ইসহাক ইবন রাহুয়াহ: ১২৮৮; সুনানে দারিমী ২০৬৩; নাসাঈ, আস সুনানুল কুবরা: ১০০৪০; তহাবী, শারহু মুশকিলিল আছার: ১০৮৪; সহীহ ইবনে হিব্বান: ৫২১৪)
باب التسمية في أوله والحمد في آخره
732 - وعن عائشة رضي الله عنها، قالت: كَانَ رسولُ الله - صلى الله عليه وسلم - يَأكُلُ طَعَامًا في سِتَّةٍ مِنْ أَصْحَابِهِ، فَجَاءَ أعْرَابِيٌّ، فَأكَلَهُ بلُقْمَتَيْنِ. فَقَالَ رسولُ الله - صلى الله عليه وسلم: «أما إنَّهُ لَوْ سَمَّى لَكَفَاكُمْ». رواه الترمذي، وقال: «حديث حسن صحيح». (1)

হাদীসের ব্যাখ্যা:

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছয়জন সাহাবীসহ খাবার খাচ্ছিলেন। তারা বিসমিল্লাহ বলেই খাচ্ছিলেন। তারপর এক বেদুঈন আসল। সে বিসমিল্লাহ না বলেই খাবারে অংশগ্রহণ করল এবং সবটা খাবার মাত্র দুই লোকমায় খেয়ে ফেলল। তা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন-
أَمَا إِنَّهُ لَوْ سَمّى لَكَفَاكُمْ (সে যদি আল্লাহর নাম নিত, তবে এ খানা তোমাদের সকলের জন্য যথেষ্ট হত)। অর্থাৎ বিসমিল্লাহ বললে খাবারে বরকত হত। ফলে তোমরা এবং সে সকলে মিলেই তৃপ্তি সহকারে এ খাবার খেতে পারতে। এতে সকলের প্রয়োজন মিটে যেত। কিন্তু সে যেহেতু বিসমিল্লাহ বলেনি, তাই এ খাবার থেকে বরকত উঠে গেছে। বরকত না থাকায় মাত্র দু'লোকমায় সে সবটা খেয়ে ফেলতে পেরেছে।

এর দ্বারা বোঝা যায়, একসঙ্গে কয়েকজনে মিলে একপাত্রে খেলে প্রত্যেকেরই আলাদাভাবে বিসমিল্লাহ বলতে হবে। এটা সালামের মতো নয় যে, একজন বললে সবার পক্ষ থেকে বলা হয়ে যাবে। কোনও একজনও যদি বিসমিল্লাহ না বলে, তবে খাবারে বরকত থাকবে না। এমনিভাবে পরে এসে কেউ যদি খাবারে যোগ দেয় আর বিসমিল্লাহ না বলে, তবে সে কারণে খাবারের বরকত উঠে যাবে। পূর্বের বরকত রক্ষায় জন্য তারও বিসমিল্লাহ বলা জরুরি।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. বিসমিল্লাহ না বলার দ্বারা খাবারের বরকত নষ্ট হয়ে যায়।

খ. কয়েকজনে মিলে একপাত্রে খেলে প্রত্যেকেরই আলাদাভাবে বিসমিল্লাহ বলতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান