রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

৩. আহার-পানীয় গ্রহণের আদব

হাদীস নং: ৭৩১
১ খাওয়ার শুরুতে বিসমিল্লাহ ও শেষে আলহামদুলিল্লাহ বলা
বিসমিল্লাহ বলায় শয়তানের বমি করা
হাদীছ নং: ৭৩১

হযরত উমায়্যা ইবন মাখশী রাযি. বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন এবং এক ব্যক্তি খাচ্ছিল। সে আল্লাহর নাম নেয়নি। তার খাবার মাত্র এক লোকমা অবশিষ্ট ছিল। সেই লোকমাটি যখন মুখে তুলল, তখন বলল- بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ (এর শুরুতে এবং শেষে আল্লাহর নামে)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তিনি বললেন, শয়তান তার সঙ্গে খেয়ে যাচ্ছিল। যেই না সে আল্লাহর নাম নিল, অমনি সে তার পেটে যা ছিল সব বমি করে দিল।-আবু দাউদ ও নাসাঈ
(সুনানে আবু দাউদ: ৩৭৬৮; তাবারানী, আল মু'জামুল কাবীর ৮৫৫; বায়হাকী, শু'আবুল ঈমান: ৫৪৪৬; নাসাঈ, আস সুনানুল কুবরা ৬৭২৫; মুসনাদে আহমাদ: ১৮৯৬৩)
باب التسمية في أوله والحمد في آخره
731 - وعن أُمَيَّةَ بن مَخْشِيٍّ الصحابيِّ - رضي الله عنه - قَالَ: كَانَ رسولُ الله - صلى الله عليه وسلم - جَالِسًا، وَرَجُلٌ يَأكُلُ، فَلَمْ يُسَمِّ اللهَ حَتَّى لَمْ يَبْقَ مِنْ طَعَامِهِ إِلاَّ لُقْمَةٌ، فَلَمَّا رَفَعَهَا إِلَى فِيهِ، قَالَ: بِسْمِ اللهِ أوَّلَهُ وَآخِرَهُ، فَضَحِكَ النَّبيّ - صلى الله عليه وسلم - ثُمَّ قَالَ: «مَا زَالَ الشَّيْطَانُ يَأكُلُ مَعَهُ، فَلَمَّا ذَكَرَ اسمَ اللهِ اسْتَقَاءَ مَا فِي بَطْنِهِ». رواه أَبُو داود والنسائي. (1)

হাদীসের ব্যাখ্যা:

হাদীছটির বক্তব্যের সারকথা হল, কোনও এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে খাবার খাচ্ছিলেন। তাঁর বিসমিল্লাহ বলতে মনে ছিল না। খাবার প্রায় শেষই হয়ে যাচ্ছিল। মাত্র একটা লোকমা অবশিষ্ট ছিল। এ অবস্থায় তাঁর বিসমিল্লাহ বলার কথা মনে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি বলে ফেললেন - بِسْمِ الله أَوَّلَهُ وَآخِرَهُ (এর শুরুতে এবং শেষে আল্লাহর নামে)। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন। তিনি কেন হাসলেন? হাসির কারণ ছিল এই যে, তিনি বলেন-
مَا زَالَ الشَّيْطَانُ يَأْكُلُ مَعَهُ (শয়তান তার সঙ্গে খেয়ে যাচ্ছিল)। অর্থাৎ সে যেহেতু আল্লাহ তা'আলাকে স্মরণ করেনি, বিসমিল্লাহ না বলেই খাওয়া শুরু করেছে, তাই শয়তান তার খাওয়ায় শরীক হয়ে গেছে। একাধারে সেও খাচ্ছিল, সঙ্গে শয়তানও খাচ্ছিল। এভাবে চলতে থাকে।

فَلَمَّا ذَكَرَ اسْمَ الله اسْتَقَاءَ مَا فِي بَطْنِهِ (যেই না সে আল্লাহর নাম নিল, অমনি সে তার পেটে যা ছিল সব বমি করে দিল)। শয়তান যে বমি করল, এটা আর কেউ দেখতে পায়নি। দেখার কথাও নয়। কেননা শয়তানের কর্মকাণ্ড সাধারণত লোকচক্ষুর আড়ালেই হয়ে থাকে। কিন্তু নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহপ্রদত্ত ক্ষমতাবলে তার কর্মকাণ্ড দেখতে পেতেন। সাহাবী বিসমিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার বমি করাটাও তিনি দেখতে পেয়েছিলেন। সে কারণেই তিনি হেসে দিয়েছিলেন।

সাহাবী যখন বিসমিল্লাহ বললেন, তখন শয়তানের বমি করার কারণ কী ছিল? কারণ সম্ভবত এই যে, বিসমিল্লাহ বলার দ্বারা শয়তানের কবল থেকে সাহাবীর জন্য সে খাবারের সুরক্ষা হয়ে গিয়েছিল। ফলে শয়তানের জন্য তা হজম করা অসম্ভব হয়ে যায়। তাই বাধ্য হয়ে সে বমি করে দেয়।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

ক. যে খাবারে বিসমিল্লাহ বলা হয় না, তাতে শয়তান শরীক হয়ে যায়।

খ. বিসমিল্লাহ বলা তথা আল্লাহর যিকির করার দ্বারা বান্দার জন্য খাবারের সুরক্ষা হয়। সে খাবারে শয়তান শরীক হতে পারে না।

গ. শুরুতে বিসমিল্লাহ বলা ভুলে গেলে যখনই তা মনে পড়ে, তখন বলে নেওয়া উচিত। তাতে অবশিষ্ট খাবার শয়তানের হাত থেকে বেঁচে যায়। এর আগে যা সে খেয়েছিল তাও তার পক্ষে হজম করা অসম্ভব হয়ে যায়।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান