রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
২. বিবিধ আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৭২৫
বিবিধ আদব - শিষ্টাচারের অধ্যায়
১৬ মর্যাদাপূর্ণ সকল কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া
পোশাক পরা ও ওযু করায় ডান দিককে প্রাধান্য দেওয়া
হাদীছ নং: ৭২৫
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন পোশাক পরবে এবং ওযু করবে, তখন ডানদিক থেকে শুরু করবে। -আবু দাউদ ও তিরমিযী
(সুনানে আবূ দাউদ: ৪১৪১; জামে তিরমিযী: ১৭৬৬; সুনানে ইবন মাজাহ : ৪০৩; মুসনাদে আহমাদ: ৮৬৩৭; সহীহ ইবনে খুযায়মা ১৭৮; সহীহ ইবনে হিব্বান: ১০৯০; তাবারানী, আল মু'জামুল আওসাত: ১০৯৭; বায়হাকী, আস সুনানুল কুবরা: ৪০৫; শু'আবুল ঈমান: ৫৮৬৮)
হাদীছ নং: ৭২৫
হযরত আবূ হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যখন পোশাক পরবে এবং ওযু করবে, তখন ডানদিক থেকে শুরু করবে। -আবু দাউদ ও তিরমিযী
(সুনানে আবূ দাউদ: ৪১৪১; জামে তিরমিযী: ১৭৬৬; সুনানে ইবন মাজাহ : ৪০৩; মুসনাদে আহমাদ: ৮৬৩৭; সহীহ ইবনে খুযায়মা ১৭৮; সহীহ ইবনে হিব্বান: ১০৯০; তাবারানী, আল মু'জামুল আওসাত: ১০৯৭; বায়হাকী, আস সুনানুল কুবরা: ৪০৫; শু'আবুল ঈমান: ৫৮৬৮)
كتاب الأدب
باب استحباب تقديم اليمين في كل مَا هو من باب التكريم
725 - وعن أَبي هُريرة - رضي الله عنه: أنَّ رسول الله - صلى الله عليه وسلم - قَالَ: «إِذَا لَبِسْتُمْ، وَإِذَا تَوَضَّأتُمْ، فَابْدَأوا بأيَامِنِكُمْ» حديث صحيح، رواه أَبُو داود والترمذي بإسناد صحيح. (1)
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক পরা ও ওযু করার বেলায় শুরুটা করতে বলেছেন ডানদিক থেকে। ওযূ একটি মর্যাদাকর কাজ। এর দ্বারা শরীরের অপবিত্রতা দূর হয়। ফলে বান্দা কুরআন মাজীদ স্পর্শ করতে পারে, নামায পড়তে পারে ও তাওয়াফ করতে পারে। ওযূর দ্বারা শারীরিক পবিত্রতা অর্জনের পাশাপাশি রূহানী পবিত্রতাও অর্জিত হয়। কেননা এর দ্বারা গুনাহ মাফ হয়। গুনাহ রূহানী অপবিত্রতা। মোটকথা ওযু অত্যন্ত ফযীলতের একটি কাজ। তাই এ কাজ ভাবগাম্ভীর্য ও আদবের সঙ্গে করা বাঞ্ছনীয়। সেজন্যই ওযূর অঙ্গসমূহ ধোওয়ার সময় ডানদিককে প্রাধান্য দেওয়া চাই। যেমন হাত ধোওয়ার সময় ডান হাত আগে ধোওয়া ও পা ধোওয়ার সময় ডান পা আগে ধোওয়া। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের আমলও এরকমই ছিল এবং তিনি আমাদেরকেও এরকমই করতে বলেছেন।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পোশাক পরিধানের সময় ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযূতে হাত ধোওয়ার সময় আগে ডান হাত এবং পা ধোওয়ার সময় আগে ডান পা ধোওয়া সুন্নত।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. পোশাক পরিধানের সময় ডানদিক থেকে শুরু করা সুন্নত।
খ. ওযূতে হাত ধোওয়ার সময় আগে ডান হাত এবং পা ধোওয়ার সময় আগে ডান পা ধোওয়া সুন্নত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)