রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ

২. বিবিধ আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং: ৭২৪
বিবিধ আদব - শিষ্টাচারের অধ্যায়
১৬ মর্যাদাপূর্ণ সকল কাজে ডান দিককে প্রাধান্য দেওয়া
ডান হাতে পানাহার করা ও ডানদিক থেকে পোশাক পরা
হাদীছ নং: ৭২৪

উম্মুল মুমিনীন হযরত হাফসা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর ডানহাত ব্যবহার করতেন খানা খাওয়া, পানি পান করা ও পোশাক পরিধানের বেলায়। আর এছাড়া অন্যান্য কাজে বামহাত ব্যবহার করতেন। -আবু দাউদ
(সুনানে আবু দাউদ: ৩২; সহীহ ইবনে হিব্বান: ৫২২৭; তাবারানী, আল মু'জামুল কাবীর : ৩৪৬; হাকিম, আল মুস্তাদরাক: ৭০৯১; বায়হাকী, আস সুনানুল কুবরা ৫৪৭)
كتاب الأدب
باب استحباب تقديم اليمين في كل مَا هو من باب التكريم
724 - وعن حفصة رضي الله عنها: أنَّ رسول الله - صلى الله عليه وسلم - كَانَ يجعل يَمينَهُ لطَعَامِهِ وَشَرَابِهِ وَثِيَابِهِ، وَيَجْعَلُ يَسَارَهُ لِمَا سِوَى ذَلِكَ. رواه أَبُو داود والترمذي وغيره. (1)

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীছে পানাহার করা ও পোশাক পরায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম বর্ণনা করা হয়েছে যে, তিনি এতে ডান হাত ব্যবহার করতেন। অর্থাৎ খাবার খেতেন ডান হাত দিয়ে, পানি পান করতেন ডান হাত দিয়ে এবং পোশাক পরা শুরু করতেন ডানদিক থেকে।

পোশাক মানুষের মৌলিক প্রয়োজনের একটি। এর দ্বারা মানুষ নিজ শরীর আবৃত করে। শীত ও তাপ থেকে আত্মরক্ষা করে। এটা মানুষের সৌন্দর্য প্রকাশ করে। তা দ্বারা মানুষের মনুষ্যত্ব রক্ষা হয়। কাজেই পোশাক মানুষের জন্য আল্লাহ তা'আলার এক বিরাট নি'আমত। আল্লাহ তা'আলা বলেন-
يَابَنِي آدَمَ قَدْ أَنْزَلْنَا عَلَيْكُمْ لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا
হে আদমের সন্তান-সন্ততি! আমি তোমাদের জন্য পোশাকের ব্যবস্থা করেছি, যা তোমাদের দেহের যে অংশ প্রকাশ করা দূষণীয় তা আবৃত করে এবং তা শোভাস্বরূপ।(সূরা আ'রাফ (৭), আয়াত ২৬)

যে পোশাক না হলে মানুষ হাজারও সমস্যায় জর্জরিত থাকত, যে পোশাক ছাড়া মানুষ মানুষরূপে বেঁচে থাকতে পারত না, মানুষ পশুরও অধম হয়ে যেত, সে পোশাকের জন্য আমাদের কতইনা কৃতজ্ঞ থাকা উচিত। সে কৃতজ্ঞতার বড় দিক হল পোশাকের মূল্যায়ন করা। এটা যে আল্লাহ তা'আলার কত বড় নি'আমত তা উপলব্ধি করা। সে মূল্যায়ন ও উপলব্ধির বহুবিধ দাবির একটি হল ইজ্জতের সঙ্গে ও উত্তমরূপে পোশাকের ব্যবহার করা। তারই একটি দিক হল পোশাক পরায় ডান দিককে প্রাধান্য দেওয়া। যেমন জামা পরার সময় আগে ডান হাত ঢোকানো, পায়জামা পরার সময় আগে ডান পা ঢোকানো, চাদর পরার সময় আগে ডানদিক পেঁচানো ইত্যাদি।

হাদীছটির শেষে বলা হয়েছে, আর এছাড়া অন্যান্য কাজে বামহাত ব্যবহার করতেন। অর্থাৎ যে কাজকে উত্তম বা রুচিকর গণ্য করা হয় না, এমন কাজে বাম হাত ব্যবহার করতেন। যেমন শৌচকর্ম করা, নাক পরিষ্কার করা, ময়লা ও নাপাকি দূর করা ইত্যাদি।

হাদীস থেকে শিক্ষণীয়ঃ

নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণার্থে আমাদেরকে অবশ্যই ডান হাতে পানাহার করতে হবে, পোশাক-আশাক ডানদিক থেকে পরা শুরু করতে হবে এবং ময়লা ও নাপাকি দূর করার বেলায় বাম হাত ব্যবহার করতে হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান