রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
ভূমিকা অধ্যায়
হাদীস নং: ৪৩৬
ভূমিকা অধ্যায়
আল্লাহর কাছে আশাবাদী থাকা
পানাহারের শোকর আদায় করার ফযীলত
হাদীছ নং : ৪৩৬
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ওই বান্দার উপর খুশি হন, যে একবারের খাবার খায়, তারপর সেজন্য আল্লাহর প্রশংসা করে (আলহামদুলিল্লাহ বলে)। অথবা
একবার পানি পান করে, তারপর সেজন্য আল্লাহর প্রশংসা করে - মুসলিম।
হাদীছ নং : ৪৩৬
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ ওই বান্দার উপর খুশি হন, যে একবারের খাবার খায়, তারপর সেজন্য আল্লাহর প্রশংসা করে (আলহামদুলিল্লাহ বলে)। অথবা
একবার পানি পান করে, তারপর সেজন্য আল্লাহর প্রশংসা করে - মুসলিম।
مقدمة الامام النووي
51 - باب الرجاء
436 - وعنه، قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «إنَّ اللهَ لَيرْضَى عَنِ العَبْدِ أَنْ يَأْكُلَ الأَكْلَةَ، فَيَحْمَدُهُ عَلَيْهَا، أَوْ يَشْرَبَ الشَّرْبَةَ، فَيَحْمَدُهُ عَلَيْهَا». رواه مسلم. (1)
«الأَكْلَة»: بفتح الهمزة وهي المرةُ الواحدةُ مِنَ الأكلِ كَالغَدوَةِ وَالعَشْوَةِ، والله أعلم.
«الأَكْلَة»: بفتح الهمزة وهي المرةُ الواحدةُ مِنَ الأكلِ كَالغَدوَةِ وَالعَشْوَةِ، والله أعلم.
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহ তা'আলা খুশি হন মানে তিনি বান্দার প্রতি রহমত বর্ষণ করেন ও তাকে পুরস্কৃত করেন। এটা আল্লাহ তা'আলার কত বড়ই না মেহেরবানী যে, অতি সামান্য সহজ কাজের কারণেও তিনি বান্দার প্রতি খুশি হয়ে যান। খাবার খেয়ে বা পানি পান করে আল্লাহ তা'আলার প্রশংসা করা কিছু কঠিন কাজ নয়। এটা যে-কোনও ভাষায় যে কোনও শব্দেই হতে পারে। এর মূল উদ্দেশ্য কৃতজ্ঞতা জানানো। আল্লাহ আমার কৃতজ্ঞতা প্রকাশ পায় এমন যে-কোনও শব্দ উচ্চারণ করলেই এ ফযীলত হাসিল হয়ে যাবে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত শব্দ ও বাক্য বলাই শ্রেয়। যেমন এক বর্ণনায় আছে যে, প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহার করার পর এই দু'আ পড়তেন-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلنَا مُسْلِمِينَ
"সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাবার খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলিম বানিয়েছেন।
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আরেকটি দুআ হল-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
"সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এ খাবার খাইয়েছেন এবং আমার কোনও চেষ্টা ও ক্ষমতা ছাড়া আমাকে এ রিযিক দিয়েছেন।
খাওয়ার পর এ দু'আটি পাঠ করলে বিগত সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করা হয়।
হাদীছটি দ্বারা ইঙ্গিত পাওয়া যায় খাবার ও পানি যত অল্পই হোক তাকে তুচ্ছ মনে করতে নেই। তাও আল্লাহ তা'আলার অতি বড় দান। এর দ্বারাও প্রাণ রক্ষা হয়। এর জন্যও আল্লাহ তা'আলার শোকর আদায় করা চাই।
ইমাম নববী রহ. বলেন, الاكلة শব্দটির হামযায় যবর দিয়ে الاكلة পড়া হবে। এর অর্থ এক বেলার খাবার। যেমন সকালের খাবার, বিকালের খাবার। কিন্তু অনেকের মতে শব্দটির হামযায় পেশ হবে। الاكلة পড়তে হবে। এর অর্থ এক লোকমা খাবার।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. এ হাদীছটি দ্বারাও আল্লাহ তা'আলার অশেষ করুণার পরিচয় পাওয়া যায়, যে কারণে তিনি বান্দার অতি ছোট কাজের বিপরীতেও অতি বড় পুরস্কার দান করেন।
খ. অল্প পরিমাণ খাবার ও অল্প একটু পানিকেও তুচ্ছ মনে করতে নেই। তাও আল্লাহ তা'আলার অতি বড় দান।
গ. পানাহার সামগ্রী যেমনই হোক না কেন, তার জন্য অবশ্যই আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা আদায় করা উচিত।
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنَا وَسَقَانَا وَجَعَلنَا مُسْلِمِينَ
"সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাদের খাবার খাইয়েছেন, পান করিয়েছেন এবং আমাদেরকে মুসলিম বানিয়েছেন।
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো আরেকটি দুআ হল-
الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَطْعَمَنِي هَذَا وَرَزَقَنِيْهِ مِنْ غَيْرِ حَوْلٍ مِنِّي وَلَا قُوَّةٍ
"সমস্ত প্রশংসা আল্লাহর, যিনি আমাকে এ খাবার খাইয়েছেন এবং আমার কোনও চেষ্টা ও ক্ষমতা ছাড়া আমাকে এ রিযিক দিয়েছেন।
খাওয়ার পর এ দু'আটি পাঠ করলে বিগত সমস্ত সগীরা গুনাহ ক্ষমা করা হয়।
হাদীছটি দ্বারা ইঙ্গিত পাওয়া যায় খাবার ও পানি যত অল্পই হোক তাকে তুচ্ছ মনে করতে নেই। তাও আল্লাহ তা'আলার অতি বড় দান। এর দ্বারাও প্রাণ রক্ষা হয়। এর জন্যও আল্লাহ তা'আলার শোকর আদায় করা চাই।
ইমাম নববী রহ. বলেন, الاكلة শব্দটির হামযায় যবর দিয়ে الاكلة পড়া হবে। এর অর্থ এক বেলার খাবার। যেমন সকালের খাবার, বিকালের খাবার। কিন্তু অনেকের মতে শব্দটির হামযায় পেশ হবে। الاكلة পড়তে হবে। এর অর্থ এক লোকমা খাবার।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. এ হাদীছটি দ্বারাও আল্লাহ তা'আলার অশেষ করুণার পরিচয় পাওয়া যায়, যে কারণে তিনি বান্দার অতি ছোট কাজের বিপরীতেও অতি বড় পুরস্কার দান করেন।
খ. অল্প পরিমাণ খাবার ও অল্প একটু পানিকেও তুচ্ছ মনে করতে নেই। তাও আল্লাহ তা'আলার অতি বড় দান।
গ. পানাহার সামগ্রী যেমনই হোক না কেন, তার জন্য অবশ্যই আল্লাহ তা'আলার কৃতজ্ঞতা আদায় করা উচিত।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)