রিয়াযুস সালিহীন-ইমাম নববী রহঃ
ভূমিকা অধ্যায়
হাদীস নং: ৩৫৯
উলামায়ে কিরাম, প্রবীণ ব্যক্তিবর্গ ও সম্মানীত ব্যক্তিবর্গের প্রতি সম্মান প্রদর্শন, অন্যদের উপর তাদের অগ্রাধিকার প্রদান, তাদেরকে উচ্চস্থানে বসানো ও তাদের মরতবা প্রকাশ করা
বয়স্ক ব্যক্তিকে সম্মান করার দুনিয়াবী ফায়দা
হাদীছ নং : ৩৫৯
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনও যুবক কোনও বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করলে আল্লাহ তা'আলা অবশ্যই এমন কোনও লোক তার জন্য নিযুক্ত করে দেবেন, যে তার বৃদ্ধাবস্থায় তাকে সম্মান করবে -তিরমিযী।
জামে তিরমিযী, হাদীছ নং ২০২২; তাবারানী, আল-মু'জামুল আওসাত, হাদীছ নং ৫৯০৩; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ১০৪৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ৩৪৫৩
হাদীছ নং : ৩৫৯
হযরত আনাস রাযি. থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনও যুবক কোনও বৃদ্ধকে তার বার্ধক্যের কারণে সম্মান করলে আল্লাহ তা'আলা অবশ্যই এমন কোনও লোক তার জন্য নিযুক্ত করে দেবেন, যে তার বৃদ্ধাবস্থায় তাকে সম্মান করবে -তিরমিযী।
জামে তিরমিযী, হাদীছ নং ২০২২; তাবারানী, আল-মু'জামুল আওসাত, হাদীছ নং ৫৯০৩; বায়হাকী, শুআবুল ঈমান, হাদীছ নং ১০৪৮৫; বাগাবী, শারহুস সুন্নাহ, হাদীছ নং ৩৪৫৩
44 - باب توقير العلماء والكبار وأهل الفضل وتقديمهم عَلَى غيرهم ورفع مجالسهم وإظهار مرتبتهم
قَالَ الله تَعَالَى: {قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الأَلْبَابِ} [الزمر: 9].
قَالَ الله تَعَالَى: {قُلْ هَلْ يَسْتَوِي الَّذِينَ يَعْلَمُونَ وَالَّذِينَ لا يَعْلَمُونَ إِنَّمَا يَتَذَكَّرُ أُولُو الأَلْبَابِ} [الزمر: 9].
359 - وعن أنس - رضي الله عنه - قَالَ: قَالَ رَسُول الله - صلى الله عليه وسلم: «مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إلاَّ قَيَّضَ (1) اللهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّه». رواه الترمذي، (2) وَقالَ: «حديث غريب».
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীছটিতে বয়স্ক ব্যক্তিদের সম্মান করতে উৎসাহ দেওয়া হয়েছে। হাদীছটির অর্থ হচ্ছে, কোনও যুবক যদি কোনও বৃদ্ধলোককে সম্মান করে কেবল তার বার্ধক্যের কারণে, বুযুর্গীর কারণে নয়, ক্ষমতার কারণে নয় কিংবা আত্মীয়তা বা অন্য কোনও কারণেও নয়; কেবলই বার্ধক্যের কারণে, তবে সে যুবক যখন বৃদ্ধ হবে, তখন আল্লাহ তাআলা তাকে ভক্তি-সম্মান করার মত লোক দাঁড় করিয়ে দেবেন। কোনও বৃদ্ধ ব্যক্তি বুযুর্গ, আত্মীয় কিংবা উস্তায ও শায়খ হলে সে কারণে তার বাড়তি সম্মান প্রাপ্য। সেটি আলাদা কথা। এসব ব্যক্তিবর্গ বৃদ্ধ না হলেও তারা স্বতন্ত্র মর্যাদা পাওয়ার হকদার। এ হাদীছের বক্তব্য অনুযায়ী বিবেচ্য বিষয় কেবল বার্ধক্য। কাজেই প্রত্যেক যুবকের কর্তব্য কেবল বার্ধক্যের বিবেচনায়ও সকল বৃদ্ধকে সম্মান করা।
হাদীছটি দ্বারা একটা সতর্কবাণী পাওয়া যায়। তা এই যে, প্রবীণদের সম্মান না করলে ভবিষ্যতে নিজের অসম্মানিত হওয়ার আশঙ্কা থাকে। যে যুবক বৃদ্ধ লোকের সম্মান করবে না, সে যখন বৃদ্ধ হবে তখন তাকেও কেউ সম্মান করবে না।
হাদীছটি দ্বারা ইঙ্গিত পাওয়া যায়, বৃদ্ধ লোককে সম্মান করলে আয়ু বাড়ে। কারণ বলা হয়েছে, সম্মানদাতা যুবকের বার্ধক্যকালে তাকে সম্মান দেওয়ার মত লোক তৈরি করে দেওয়া হবে। বোঝা যাচ্ছে সেও বার্ধক্যের বয়সে পৌঁছবে, যদিও এটা অবধারিত নয়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. প্রবীণ ও বয়স্কদের সম্মান করা চাই।
খ. বৃদ্ধ লোকদের সম্মান করলে নিজ বার্ধক্যকালে সম্মানপ্রাপ্তির আশা থাকে।
হাদীছটি দ্বারা একটা সতর্কবাণী পাওয়া যায়। তা এই যে, প্রবীণদের সম্মান না করলে ভবিষ্যতে নিজের অসম্মানিত হওয়ার আশঙ্কা থাকে। যে যুবক বৃদ্ধ লোকের সম্মান করবে না, সে যখন বৃদ্ধ হবে তখন তাকেও কেউ সম্মান করবে না।
হাদীছটি দ্বারা ইঙ্গিত পাওয়া যায়, বৃদ্ধ লোককে সম্মান করলে আয়ু বাড়ে। কারণ বলা হয়েছে, সম্মানদাতা যুবকের বার্ধক্যকালে তাকে সম্মান দেওয়ার মত লোক তৈরি করে দেওয়া হবে। বোঝা যাচ্ছে সেও বার্ধক্যের বয়সে পৌঁছবে, যদিও এটা অবধারিত নয়।
হাদীস থেকে শিক্ষণীয়ঃ
ক. প্রবীণ ও বয়স্কদের সম্মান করা চাই।
খ. বৃদ্ধ লোকদের সম্মান করলে নিজ বার্ধক্যকালে সম্মানপ্রাপ্তির আশা থাকে।
ব্যাখ্যা সূত্রঃ_ রিয়াযুস সালিহীন (অনুবাদ- মাওলানা আবুল বাশার মুহাম্মাদ সাইফুল ইসলাম হাফি.)
