আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮০৪
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর কথা বলার মধ্যে ফারসী শব্দ ব্যবহার করার বর্ণনা
৮০৪। হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ্ (রা) থেকে বর্ণিত যে, নবী (ﷺ) তাঁর সাহাবীদেরকে লক্ষ করে বলেছেন, তোমরা উঠো, জাবির তোমাদের জন্য খাবার তৈরী করেছে।
أبواب الكتاب
مَا ذُكِرَ مِنْ تُكَلُّمِهِ بِالْفَارِسِيَّةِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
804 - حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الصَّبَّاحِ، نَا الْفَضْلُ بْنُ الصَّبَّاحِ الدُّورِيُّ، نَا أَبُو عَاصِمٍ النَّبِيلُ، عَنْ حَنْظَلَةَ بْنِ أَبِي سُفْيَانَ، عَنْ سَعِيدِ بْنِ مِينَاءَ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِأَصْحَابِهِ: قُومُوا، فَقَدْ صَنَعَ لَكُمْ جَابِرٌ سُورًا

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীস দ্বারা এখানে গ্রন্থকারের উদ্দেশ্য হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর কথা বলার মধ্যে ফারসী শব্দের ব্যবহার করেছেন—এ কথার প্রমাণ পেশ করা। কেননা হাদীসের মধ্যে سورا শব্দটি ব্যবহৃত হয়েছে। ফারসী ভাষার سورا শব্দের অর্থ হলো যিয়াত। তবে কতিপয় আলিম শব্দটিকে হাবশী ভাষার শব্দ বলেও দাবি করেছেন। হাদীসটির বিস্তারিত রূপ সহীহ্ বুখারীর 'গায্‌ওয়াতুল খন্দক' শীর্ষক অনুচ্ছেদে বর্ণিত আছে।