আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮০৩
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৮০৩। হযরত আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেছেনঃ যখন তোমরা আমার নিকট কোন সংবাদ দাতাকে প্রেরণ করবে তখন এমন ব্যক্তিকে প্রেরণ করবে যে সুদর্শন ও সুন্দর নামের অধিকারী।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
803 - حَدَّثَنَا سَلْمُ بْنُ عِصَامٍ، نَا عَبْدَةُ الصَّفَّارُ، نَا جَعْفَرُ بْنُ عَوْنٍ، نَا عُمَرُ بْنُ رَاشِدٍ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِذَا بَعَثْتُمْ إِلَيَّ رَسُولًا، فَابْعَثُوهُ حَسَنَ الْوَجْهِ حَسَنَ الِاسْمِ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের আলোকে বোঝা যায়, যে ভাবে সুন্দর নাম শুভ লক্ষণের পরিচয় বহন করে, তেমনি ব্যক্তির রূপ সৌন্দর্যও শুভ লক্ষণ গ্রহণের উপকরণ যুগিয়ে থাকে। এ কারণেই ইসলামে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও পবিত্রতার সীমা বজায় রেখে সাজ-গোজ অবলম্বন, আতর ও সুগন্ধি ইত্যাদির ব্যবহার পছন্দনীয় কাজ বলা হয়েছে। পক্ষান্তরে এবড়ো-খেবড়ো চালচলন, উদ্ভট রীতিনীতি, সাজ-গোজহীনতা, অপবিত্রতা ও অপরিচ্ছন্নতা ইসলামে মোটেও পছন্দনীয় নয়।
tahqiqতাহকীক:তাহকীক চলমান