আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৮০২
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর মিষ্টি ভাষণ ও শুভ লক্ষণ গ্রহণের প্রতি অনুরাগের বর্ণনা
৮০২। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) হযরত আলী (রা)-কে যুদ্ধের জন্য একটি গোত্রের দিকে প্রেরণ করলেন। তারপর তাঁর পেছনে অপর এক ব্যক্তিকে (একটি পয়গাম দিয়ে) পাঠিয়ে বললেন, দেখ তাকে পেছন দিক থেকে ডাকতে যেও না। (বরং তার সাক্ষাৎ করে) তাকে বলবে, সে যেন ঐ গোত্রের লোকদেরকে ইসলামের দাওয়াত প্রদান ব্যতিরেকে যুদ্ধ শুরু না করে।
أبواب الكتاب
ذِكْرُ مَحَبَّتِهِ لِلْفألِ وَالْحَسَنِ مِنَ الْقَوْلِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
802 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْعَبَّاسِ الطَّيَالِسِيُّ، نَا عُثْمَانُ بْنُ يَحْيَى الْقُرْقُسَانِيُّ، نَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ عُمَرَ بْنِ ذَرٍّ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ عَلِيًّا رَضِيَ اللَّهُ عَنْهُ إِلَى قَوْمٍ يُقَاتِلُهُمْ، ثُمَّ أَرْسَلَ خَلْفَهُ رَجُلًا، فَقَالَ: لَا تُنَادِهْ مِنْ وَرَائِهِ، وَقُلْ لَهُ: لَا تُقَاتِلْهُمُ حَتَّى تَدْعُوَهُمْ

হাদীসের ব্যাখ্যা:

উপরোক্ত হাদীসের আলোকে দু'টি কথা প্রমাণিত হচ্ছে। এক. যদি কারোর কাছে কোন সংবাদ পৌঁছাতে হয় তখন তাকে পেছন থেকে না ডাকা চাই। বরং তার সামনে এসে তার সঙ্গে কথা বলবে। কেননা, পেছন থেকে তাকে ডেকে কথা বলা ভদ্রতা বিরোধী কাজ। দুই. কাফিরদের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়ার পূর্বে তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। তারপর যদি তারা স্বেচ্ছায় ইসলাম কবুল না করে তখন তাদের সঙ্গে চলবে মুসলমানদের যুদ্ধ। প্রকাশ থাকে যে, হাদীস বিশারদ আলিমগণ উপরোক্ত হাদীসটি 'মাউযূ' তথা জাল হাদীস বলে অভিমত ব্যক্ত করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান