আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৬৬
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর কোন পছন্দনীয় জিনিস দেখে দু'আর বর্ণনা
৭৬৬। হযরত হাকীম ইব্ন হিযাম (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) যখন এমন কোন জিনিস দেখতেন যা তাঁর নিকট খুবই পছন্দনীয় এবং তার ব্যাপারে তিনি কুদৃষ্টির আশংকা বোধ করতেন তখন নিম্নোক্ত দু'আ পাঠ করতেনঃ اللهم بارك فيه ولا اضيره হে আল্লাহ্! এ জিনিসের মধ্যে বরকত দাও এবং জিনিসটিকে কুদৃষ্টি থেকে বাঁচিয়ে রাখো।
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ الشَّيْءِ يُعْجِبُهُ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
766 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الْحَسَنِ، نَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ خَالِدٍ أَبُو مُعَاوِيَةَ الْحِمْصِيُّ، نَا مُحَمَّدُ بْنُ شُعَيْبِ بْنِ شَابُورَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلَاءِ بْنِ زَبْرٍ، عَنْ حَكِيمِ بْنِ حِزَامٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَى شَيْئًا يُعْجِبُهُ فَخَافَ أَنْ يَعِينَهُ، قَالَ: اللَّهُمَّ بَارِكْ فِيهِ، وَلَا أَضِيرُهُ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসটি মুহাদ্দিস ইবনুস সুন্নী (র) তাঁর عمل اليوم واليلة গ্রন্থে মুরসালরূপে বর্ণনা করেছেন। কোন কোন আলিম অভিমত ব্যক্ত করেন যে, উপরোক্ত হাদীসটি কাওলী ও ফেলী উভয়রূপে বর্ণিত আছে। তবে ফেলী হাদীসটির বর্ণনা শুদ্ধ নয় এবং এটি মুনকার তথা পরিত্যাগযোগ্য হাদীস। পক্ষান্তরে বিশুদ্ধ ও গ্রহণযোগ্য বর্ননা হলো হাদীসটির কাওলী রূপ। যেমন সুনানে নাসায়ী ও ইব্ন মাজা গ্রন্থে হযরত সাহল ইব্ন হুনাইফ (রা) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেনঃ তোমাদের কেউ যখন নিজের মধ্যে কিংবা নিজ সম্পদের মধ্যে কিংবা অপর কোন (মুসলিম) ভাইয়ের এমন কোন জিনিস দেখ যা তোমার চোখে পছন্দনীয়বোধ হয়েছে তখন সে যেন ঐ জিনিসটির জন্য বরকতের দু'আ করে। অর্থাৎ اللهم بارك فيه এ দু'আ পড়ে নেয়। কেননা মানুষের কুদৃষ্টি লাগা মিথ্যা নয়।