আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৬৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
সাহাবায়ে কিরামের কোন সফরে যাত্রাকালে নবী (ﷺ)-এর তাদেরকে কিছু দূর পর্যন্ত এগিয়ে দেওয়ার বর্ণনা
৭৬৭। হযরত সাদ (ইব্ন আবূ ওয়াক্কাস) (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন তাবুক অভিযানের উদ্দেশ্যে যাত্রা করলেন, তখন হযরত আলী (রা) তাঁকে কিছুদূর পর্যন্ত এগিয়ে দেন।
أبواب الكتاب
ذِكْرُ تَشْيِيعِهِ أَصْحَابَهُ عِنْدَ خُرُوجِهِمْ إِلَى السَّفَرِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
767 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ - قالَ الشَّيْخُ: سَقَطَ بَيْنَ إِسْمَاعِيلَ وَعَبْدِ الْعَزِيزِ رَجُلٌ - نَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ هَاشِمِ بْنِ هَاشِمٍ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ سَعْدٍ، قَالَ: لَمَّا خَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَى تَبُوكَ خَرَجَ عَلِيُّ يُشَيِّعُهُ
হাদীসের ব্যাখ্যা:
এখানে গ্রন্থকার আল্লামা শায়খ আবূ হাইয়ান ইস্ফাহানীর উপস্থাপিত অনুচ্ছেদ শিরোনাম ও শিরোনামাধীন বর্ণিত হাদীসের মধ্যে সংগতি রক্ষিত হয়নি। কেননা শিরোনাম হলো সাহাবীদের সফরে যাত্রাকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর তাদেরকে কিছু দূর এগিয়ে দেওয়া। অথচ উল্লেখিত হাদীসের বিষয়বস্তু তার উল্টো। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর সফরে যাত্রাকালে সাহাবী কর্তৃক তাঁকে কিছু দূর এগিয়ে দেওয়ার বর্ণনা। তবে হযরত আলী (রা)-এর এ কাজটি নিশ্চিত প্রমাণ বহন করছে যে, কারোর সফরে যাত্রাকালে তাকে কিছুদূর পর্যন্ত এগিয়ে দেওয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কাছে একটি পছন্দনীয় ও ভাল কাজ হিসাবে বিবেচিত ছিল। নতুবা তিনি অবশ্যই হযরত আলী (রা)-কে এ কাজ করা থেকে বারণ করতেন। বলা বাহুল্য, উপরোক্ত শিরোনামের সঙ্গে সরাসরিভাবে সংগতি রাখে এমন পর্যায়ের হাদীসও হাদীস গ্রন্থাবলিতে বিদ্যমান। যেমন মুসনাদে ইমাম আহ্মাদ ইব্ন হাম্বল (রা) গ্রন্থে বর্ণিত নিম্নোক্ত হাদীস সরাসরিভাবে উক্ত শিরোনামের সমর্থন করছেঃ عن عاصم بن حميد عن معاذ لما بعثه رسول الله صلى الله عليه وسلم اليمن خرج يوصيه ومعاذ راكب আসম ইব্ন হুমায়দ (র) হযরত মুআয ইব্ন জাবাল (রা) থেকে বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে ইয়ামানের উদ্দেশ্যে প্রেরণ করেন তখন (হযরত মুআযের যাত্রাকালে) তাঁকে কয়েকটি বিশেষ নির্দেশ প্রদানের জন্য তিনি তার সঙ্গে বের হন। এ সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়ে হেঁটে চলছিলেন আর হযরত মুআয (রা) ছিলেন বাহনের উপর।তাছাড়া তিরমিযী শরীফে হযরত আবদুল্লাহ ইব্ন উমর (রা) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাউকে (সফরে যাত্রাকালে) বিদায় জানাতেন তখন তার হাত নিজের মুবারক হাতের সঙ্গে মিলিয়ে রাখতেন। তারপর বিদায় গ্রহণকারীর প্রতি ভালবাসা ও মমত্ববোধের প্রদর্শনকল্পে তিনি নিজের মুবারক হাত সরিয়ে নিতেন না যতক্ষণ না সে নিজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর হাত মুবারক ছেড়ে দিতো। বিদায় দানকালে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দু'আ পাঠ করতেনاستودع الله دينك وامانتك واخرعملك “আমি তোমার দীন, তোমার (সততা ও ) আমানতদারী এবং তোমার আমলের অন্তিম অবস্থাকে মহান আল্লাহ্ পাকের দায়িত্বে ন্যস্ত করলাম।”
উপরোক্ত হাদীসগুলি থেকে ইসলামী শরীয়তের সৌষ্ঠব এবং দীন ইসলামের পূর্ণাঙ্গতা স্পষ্টভাবে বোঝা যায়। মানব জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলাম মানুষের জন্য সুন্দর ও উন্নত আদর্শ পেশ করেনি। সর্বাবস্থায় ও সকল ক্ষেত্রে আল্লাহ্ পাকের সাথে সম্পর্ক রাখা, তাঁর বন্দেগীর স্বীকারোক্তি ও নিজের সমুদয় অপারগতা ও অক্ষমতার ঘোষণা দান, আল্লাহ্র অনুগ্রহের অন্বেষণ, পরস্পর পরস্পরের প্রতি ভালবাসা ও ভ্রাতৃত্ববোধের প্রকাশ, বিদায় ও বিরহের মুহূর্তে বিশেষভাবে আন্তরিকতা ও মমত্ববোধের প্রমাণ দান, কিছুদূর পর্যন্ত সাথীকে এগিয়ে দিতে বিদায় দেওয়া এবং তার জন্য কায়মনে দু'আ করা ইত্যাকার কোন একটি ক্ষেত্র কিংবা কোন একটি বিভাগ এমন নেই যেখানে ইসলাম কোন অসম্পূর্ণতা কিংবা কোন ত্রুটি রেখে দিয়েছে। আল্লাহ্ পাক আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রদর্শিত শিক্ষার উপর পরিপূর্ণভাবে চলার এবং নিজেদের জীবনে আমল করার তাওফীক দান করুন!
উপরোক্ত হাদীসগুলি থেকে ইসলামী শরীয়তের সৌষ্ঠব এবং দীন ইসলামের পূর্ণাঙ্গতা স্পষ্টভাবে বোঝা যায়। মানব জীবনের এমন কোন ক্ষেত্র নেই যেখানে ইসলাম মানুষের জন্য সুন্দর ও উন্নত আদর্শ পেশ করেনি। সর্বাবস্থায় ও সকল ক্ষেত্রে আল্লাহ্ পাকের সাথে সম্পর্ক রাখা, তাঁর বন্দেগীর স্বীকারোক্তি ও নিজের সমুদয় অপারগতা ও অক্ষমতার ঘোষণা দান, আল্লাহ্র অনুগ্রহের অন্বেষণ, পরস্পর পরস্পরের প্রতি ভালবাসা ও ভ্রাতৃত্ববোধের প্রকাশ, বিদায় ও বিরহের মুহূর্তে বিশেষভাবে আন্তরিকতা ও মমত্ববোধের প্রমাণ দান, কিছুদূর পর্যন্ত সাথীকে এগিয়ে দিতে বিদায় দেওয়া এবং তার জন্য কায়মনে দু'আ করা ইত্যাকার কোন একটি ক্ষেত্র কিংবা কোন একটি বিভাগ এমন নেই যেখানে ইসলাম কোন অসম্পূর্ণতা কিংবা কোন ত্রুটি রেখে দিয়েছে। আল্লাহ্ পাক আমাদের সকলকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর প্রদর্শিত শিক্ষার উপর পরিপূর্ণভাবে চলার এবং নিজেদের জীবনে আমল করার তাওফীক দান করুন!