আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৬৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) সফর থেকে প্রত্যাবর্তনের সময় সাহাবীগণের তাঁকে অভ্যর্থনা জানানোর বর্ণনা
৭৬৮।হযরত আব্দুল্লাহ্ ইব্ন জা'ফর ইব্ন আবূ তালিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) যখন কোন সফর শেষ করে (মদীনায়) প্রত্যাবর্তন করতেন তখন আমরা তাঁকে (অগ্রসর হয়ে) অভ্যর্থনা জানাতাম।
أبواب الكتاب
ذِكْرُ تَلَقِّيهِ أَصْحَابَهُ عِنْدَ قُدُومِهِ مِنْ سَفَرِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
768 - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُمَرَ، نَا إِسْمَاعِيلُ بْنُ إِسْحَاقَ، نَا مُحَمَّدُ بْنُ أَبِي بَكْرٍ، نَا الْفُضَيْلُ بْنُ سُلَيْمَانَ، نَا عَاصِمٌ، عَنْ مُوَرِّقٍ الْعِجْلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ جَعْفَرِ بْنِ أَبِي طَالِبٍ، قَالَ: كُنَّا نَسْتَقْبِلُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِذَا جَاءَ مِنْ سَفَرِهِ
হাদীসের ব্যাখ্যা:
উপরোক্ত হাদীসের আলোকে বোঝা যায় যে, সাহাবীগণের নিয়ম ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সফর থেকে প্রত্যাবর্তনের সময় তাঁকে সাদর অভ্যর্থনা জানাতেন। অতিথি ও সফরকারী ব্যক্তির অভ্যর্থনা জ্ঞাপন একটি পছন্দনীয় ও ভাল কাজ। বিদায়কালে সফর যাত্রাকারীকে কিছু দূর এগিয়ে দেওয়ার ন্যায় প্রত্যাবর্তনকালে তার অভ্যর্থনা জানানোর দ্বারাও পরস্পরের মধ্যে ভালবাসা ও ভ্রাতৃত্ববোধের সৃষ্টি হয়। এর মাধ্যমে একজনের সহিত অন্যজনের কল্যাণ কামনা এবং খোঁজ-খবর বিনিময়ের সুযোগ ঘটে। পারস্পরিক ঐক্য ও সংহতির বন্ধন সুদৃঢ় হতে থাকে। ইসলাম পরস্পরের এ বন্ধনকে অত্যন্ত গুরুত্ব দিয়ে থাকে।