আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৭৪৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়ার বর্ণনা
৭৪৮। হযরত উমর ইব্ন খাত্তাব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ)-এর কাছে কোন হাদিয়া আসলে হাদিয়াদাতা না খাওয়া পর্যন্ত তিনি তা খেতেন না।
أبواب الكتاب
ذِكْرُ قَبُولِهِ الْهَدِيَّةَ وَإِثَابَتِهِ عَلَيْهَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
748 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا أَبُو أَيُّوبَ الشَّاذَكُونِيُّ، نَا يَحْيَى بْنُ وَاضِحٍ، نَا مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ، عَنْ مُحَمَّدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ مُوسَى بْنِ طَلْحَةَ، عَنِ ابْنِ الْحَوْتَكِيَّةِ، عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ، رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أُتِيَ بِالْهَدِيَّةِ، لَمْ يَأْكُلْ مِنْهَا حَتَّى يَأْكُلَ مِنْهَا صَاحِبُهَا
হাদীসের ব্যাখ্যা:
এ হাদীসের ব্যাখ্যা এভাবে করা যেতে পারে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ নিয়ম করে দিয়েছিলেন তাঁকে বিষাক্ত বক্রী দেওয়ার পরে। খায়বারে প্রতারণামূলকভাবে তাঁকে বিষাক্ত বক্রী হাদিয়া দেওয়া হয়েছিলো। এ ব্যাপারে আল্লাহ তা'আলা তাঁকে সতর্ক করে দেওয়ার পর তিনি তা খাওয়া থেকে বিরত থাকেন এবং অন্যদেরকেও তা খেতে নিষেধ করেন। এ ঘটনার পরে তিনি সাবধানতার জন্যে নিয়ম করে নিয়েছিলেন যে, হাদিয়াদাতা নিজে প্রথমে তার হাদিয়া দেওয়া খাদ্য থেকে খাবে তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবেন।