আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৪৯
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়ার বর্ণনা
৭৪৯। হযরত জাবির ইব্‌ন আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার আমি নবী (ﷺ)-এর সাথে যোহর ও আছরের সালাত পড়লাম। সালাম ফিরিয়ে তিনি বললেন, প্রত্যেকে নিজ নিজ স্থানে বসে থাকো। (ঘটনা হলো) তাঁকে এক হ্যাঁড়ি হালুয়া হাদিয়া দেওয়া হয়েছিলো। তিনি প্রত্যেককে এক চামচ করে হালুয়া দিতে থাকলেন। তিনি আমার কাছে এসে আমাকেও এক চামচ হালুয়া খাওয়ালেন। আমি ছিলাম তখন বালক মাত্র। তিনি বললেন, তোমাকে আরো দিই, আমি বললাম হ্যাঁ, আমি ছোট হওয়ার কারণে তিনি আমাকে আরো এক চামচ দিলেন। এভাবে তিনি শেষ ব্যক্তি পর্যন্ত দিলেন।
أبواب الكتاب
ذِكْرُ قَبُولِهِ الْهَدِيَّةَ وَإِثَابَتِهِ عَلَيْهَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
749 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ رُسْتَةَ، نَا أَبُو مَعْمَرٍ الْقَطِيعِيُّ، نَا إِسْمَاعِيلُ بْنُ عُلَيَّةَ، عَنْ يُونُسَ بْنِ عُبَيْدٍ، عَنِ الْحَسَنِ، عَنْ جَابِرٍ، قَالَ: صَلَّيْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ وَالْعَصْرَ، فَلَمَّا سَلَّمَ، قَالَ لَنَا: عَلَى أَمَاكِنِكُمْ. وَأُهْدِيَتْ لَهُ جَرَّةٌ مِنْ حَلْوَاءَ، فَجَعَلَ يَلْعَقُ كُلُّ رَجُلٍ لُعْقَةً، حَتَّى أَتَى عَلَيَّ وَأَنَا غُلَامٌ، قَالَ: فَأَلْعِقْنِي لُعْقَةً، ثُمَّ قَالَ: أَزِيدُكَ؟ قُلْتُ: نَعَمْ، فَزَادَنِي لُعْقَةً لِصِغَرِي، فَلَمْ يَزَلْ كَذَلِكَ حَتَّى أَتَى عَلَى آخِرِ الْقَوْمِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে জানা যায় যে, খাওয়া দাওয়ার জিনিসের ক্ষেত্রে শিশুদের ব্যাপারে বিশেষ লক্ষ্য রাখা কর্তব্য। এমন কি শিশু হওয়ার কারণে তাদেরকে দ্বিগুণ পরিমাণ দেওয়াতেও কোন দোষ নেই। শিশুদের অধিক ভালবাসা ও স্নেহে কোন দোষ নেই। কেননা তা ঈমানের লক্ষণ। একটি হাদীসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ من لم يرحم صغيرنا ولم يوقر كبيرنا فليس منا যে ব্যক্তি ছোটদের প্রতি স্নেহ-মমতা দেখায় না এবং বড়দের সম্মান দেয় না সে আমাদের কেউ না।