আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৭৪৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর উপহার গ্রহণ করা এবং তার প্রতিদান দেওয়ার বর্ণনা
৭৪৭। হযরত আনাস ইব্‌ন মালিক (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, কেউ যদি নবী (ﷺ)-কে যবের রুটি এবং বাসি চর্বির জন্যও দাওয়াত দিতো তিনি দ্বিধাহীনচিত্তে তা গ্রহণ করতেন। এক ইয়াহুদীর কাছে তাঁর একটি বর্ম বন্ধক ছিল। মৃত্যু পর্যন্ত তিনি সেটি উদ্ধার করার কোন ব্যবস্থা করতে পারেন নি।
أبواب الكتاب
ذِكْرُ قَبُولِهِ الْهَدِيَّةَ وَإِثَابَتِهِ عَلَيْهَا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
747 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى الْمَوْصِلِيُّ، نَا وَاصِلُ بْنُ عَبْدِ الْأَعْلَى، نَا ابْنُ فُضَيْلٍ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَنَسٍ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُدْعَى إِلَى خُبْزِ الشَّعِيرِ، وَالْإِهَالَةِ السَّنِخَةِ، فَيُجِيبُ، وَلَقَدْ كَانَتْ لَهُ دِرْعٌ رَهْنًا عِنْدَ يَهُودِيٍّ مَا وَجَدَ مَا يَفْتَكُّهَا حَتَّى مَاتَ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে দু'টি বিষয় জানা যায়। এক. দাওয়াত গ্রহণ করা সুন্নত। শুধু যবের রুটি ছাড়া আর কিছু জোটে না এমন এক দরিদ্র ব্যক্তিও যদি সৎনিয়ত ও ভালবাসা নিয়ে দাওয়াত দেয় তবে দাওয়াতও গ্রহণ করতে হবে যাতে তা মনরক্ষা ভালবাসা এবং সুসম্পর্কের কারণ হয়। দুই. নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সরল-সহজ জীবন যাপন করেছেন। অথচ দুনিয়ার সমস্ত ধন ভাণ্ডারের চাবি তাঁকে দেওয়া হয়েছিল। একের পর এক এলাকা বিজিত হচ্ছিল। এ সব সুযোগ থাকা সত্ত্বেও তিনি নিজের জন্য কখনো কিছু সঞ্চয় করেন নি। যা কিছু আসতো তৎক্ষণাৎ হক্‌দারদের মধ্যে বণ্টন করে দিতেন। নিজের জন্য কিছুই রাখতেন না। ‘শামায়েলে তিরমিযী' গ্রন্থের একটি হাদীসে বলা হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী দিনের জন্য কখনো কিছু সঞ্চয় করে রাখতেন না। বুখারী শরীফে বর্ণিত হয়েছে যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কিছু খাদ্য শস্যের বিনিময়ে তাঁর বর্ম বন্ধক দিয়েছিলেন। তিনি অভাবীদের অভাব পূরণের জন্যও এরূপ করতেন। এমনকি অনেক সময় ঋণ করেও তিনি তাদের প্রয়োজন পূরণ করতেন। শামায়েলে তিরমিযী গ্রন্থে হযরত উমর (রা) থেকে একটি হাদীস বর্ণিত হয়েছে। তিনি বলেনঃ এই মূহূর্তে আমার কাছে কিছুই নেই। তুমি আমার নামে ক্রয় করে তোমার প্রয়োজন মিটাও। কোন সম্পদ আসা মাত্র আমি তা পরিশোধ করে দেবো।
tahqiqতাহকীক:তাহকীক চলমান