আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৮৫
৩২৩০. মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে।
৫৬৫৬। ইসমাঈল (রাহঃ) ......... সা’দ ইবনে আবু ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন উমর ইবনে খাত্তাব (রাযিঃ) রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট (প্রবেশের) অনুমতি চাইলেন। তখন তার নিকট কুরাইশের কয়েকজন মহিলা প্রশ্নাদি করছিলেন এবং তাঁদের আওয়াজ তাঁর আওয়াজের উপর চড়া ছিল। যখন উমর (রাযিঃ) অনুমতি চাইলেন। তখন তাঁরা তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলেন। নবী (ﷺ) তাকে অনুমতি দেওয়ার পর যখন তিনি ভিতরে প্রবেশ করলেন, তখন নবী (ﷺ) হাসছিলেন। উমর (রাযিঃ) বললেনঃ আল্লাহ আপনাকে হাসি মুখে রাখুন; ইয়া রাসূলাল্লাহ! তখনই নবী (ﷺ) বললেনঃ আমার নিকট যেসব মহিলা ছিলেন, তাদের প্রতি আমি আশ্চর্যান্বিত যে, তারা তোমার আওয়াজ শোনামাত্রই তাড়াতাড়ি পর্দার আড়ালে চলে গেলেন।
উমর (রাযিঃ) বললেনঃ ইয়া রাসূলাল্লাহ! এদের ভয় করার জন্য আপনিই অধিক যোগ্য ছিলেন। এরপর তিনি মহিলাদেরকে লক্ষ্য করে বললেন, হে নিজের জানের দুশমনরা! তোমরা কি আমাকে ভয় কর, আর রাসূলুল্লাহ (ﷺ) কে ভয় কর না? তারা জবাব দিলেনঃ আপনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে অনেক বেশী কঠিন ও কঠোর ব্যক্তি। রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ হে উমর ইবনে খাত্তাব! শোনো, সেই সত্তার কসম, যার হাতে আমার জীবন; যখন শয়তান পথ চলতে তোমার সম্মুখীন হয়, তখন শয়তান তোমার পথ ছেড়ে অন্য পথ ধরে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন