আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৮৬
৩২৩০. মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে।
৫৬৫৭। কুতায়বা ইবনে সাঈদ (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে উমর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ যখন রাসূলুল্লাহ (ﷺ) তায়েফে (অবরোধ করে) ছিলেন, তখন একদিন তিনি বললেনঃ ইনশাআল্লাহ আগামীকাল আমরা ফিরে যাব। নবী (ﷺ) এর কয়েকজন সাহাবী বললেনঃ আমরা তায়েফ জয় না করা পর্যন্ত স্থান ত্যাগ করব না। তখন নবী (ﷺ) বললেনঃ তবে ভোর হলেই তোমরা যুদ্ধে নেমে পড়বে। রাবী বলেনঃ তারা ভোর থেকেই তাদের সাথে ভীষণ লড়াই আরম্ভ করলেন। এতে তাদের মধ্যে বহুলোক জখম হয়ে পড়লেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বললেনঃ ইয়া আল্লাহ, আমরা আগামীকাল ফিরে যাবো এবং তারা সবাই তখন নীরব রইলেন। আর রাসূলুল্লাহ (ﷺ) হেসে দিলেন।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন