আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ

৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়

হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৫৪
৩২১০. ফাসাদ ও সন্দেহ সৃষ্টিকারীদের গীবত করা জায়েয।
৫৬২৮। সাদাকা ইবনে ফযল (রাহঃ) ......... আয়েশা (রাযিঃ) থেকে বর্ণিত যে, একবার এক ব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট আসার অনুমতি চাইলে তিনি বললেনঃ তাকে অনুমতি দাও। সে বংশের নিকৃষ্ট ভাই অথবা বললেনঃ সে গোত্রের নিকৃষ্ট সন্তান। লোকটি ভিতরে আসলে তিনি তার সাথে নম্রভাবে কথাবার্তা বললেন। তখন আমি বললামঃ ইয়া রাসূলাল্লাহ? আপনি এ ব্যক্তি সম্পর্কে যা বলার তা বলেছেন। পরে আপনিই আবার তার সাথে নম্রভাবে কথাবার্তা বললেন! তখন তিনি বললেনঃ হে আয়েশা, নিশ্চয়ই সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি সে-ই, যার অশালীনতা থেকে বেঁচে থাকার জন্য মানুষ তার সংশ্রব ত্যাগ করে।
tahqiqতাহকীক:তাহকীক নিষ্প্রয়োজন