আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৫৩
৩২০৯. নবী (ﷺ) এর বাণীঃ আনসারদের উত্তম ঘরগুলো।
৫৬২৭। কাবীসা (রাহঃ) ......... আবু উসাইদ সায়েদী (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (ﷺ) বলেছেনঃ আনসারদের ঘরগুলোর মধ্যে নাজ্জার গোত্রের ঘরগুলোই উত্তম।
