আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং:
আন্তর্জাতিক নং: ৬০৫৫
৩২১১. চোগলখোরী কবীরা গুনাহ।
৫৬২৯। ইবনে সালাম ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার নবী (ﷺ) মদীনার কোন এক বাগানের বাইরে গেলেন। তখন তিনি এমন দু’জন লোকের আওয়াজ শুনলেন, যাদের কবরে আযাব দেওয়া হচ্ছিল। তিনি বললেনঃ তাদের দু’জনকে আযাব দেয়া হচ্ছে। তবে বেশী গুনাহের দরুন আযাব দেওয়া হচ্ছে না, আর তা হল কবীরা গুনাহ। এদের একজন পেশাবের সময় পেশাবের নাপাকী হতে সতর্কতা অবলম্বন করত না। আর অপর জন চোগলখোরী করে বেড়াত। তারপর তিনি একটা কাঁচা ডাল আনিয়ে তা ভেঙ্গে দু’ টুকরো করে, এ কবরে এক টুকরো আর ঐ কবরে আরেক টুকরো গেড়ে দিলেন এবং বললেনঃ দু’টি যতক্ষণ পর্যন্ত না শুকাবে, ততক্ষণ পর্যন্ত তাদের আযাব হালকা করে দেওয়া হবে।
