ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৭০৩
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই বাক্যগুলো দিয়ে দুআ করতেন, 'হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই ঋণের বোঝা থেকে, শত্রুর প্রাধান্য থেকে এবং শত্রুদের বিদ্বেষময় আনন্দ থেকে'।
عن ابن عمر رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم كان يدعو بهؤلاء الكلمات: اللهم إني أعوذ بك من غلبة الدين وغلبة العدو وشماتة الأعداء.
