ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৭০২
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০২) আবু হরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আশ্রয় প্রার্থনা করতেন কঠিন বিপদ, ধ্বংসাত্মক দুরাবস্থা, মন্দভাগ্য এবং শত্রুদের বিদ্বেষময় আনন্দ থেকে।
كتاب الذكر و الدعاء
عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৭০২ | মুসলিম বাংলা