ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৭০২
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০২) আবু হরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) আশ্রয় প্রার্থনা করতেন কঠিন বিপদ, ধ্বংসাত্মক দুরাবস্থা, মন্দভাগ্য এবং শত্রুদের বিদ্বেষময় আনন্দ থেকে।
عن أبي هريرة رضي الله عنه قال: كان رسول الله صلى الله عليه وسلم يتعوذ من جهد البلاء ودرك الشقاء وسوء القضاء وشماتة الأعداء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৭০২ | মুসলিম বাংলা