ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৭০১
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর দুআর মধ্যে ছিল, ‘হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আপনার নিআমতের অপসারণ থেকে, আপনার সুস্থতা-নিরাপত্তার পরিবর্তন থেকে, আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে'।
عن ابن عمر رضي الله عنهما قال: كان من دعاء رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك.
