ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৭০০
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০০) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলতেন, 'হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই দুশ্চিন্তা, দুঃখ-বেদনা, মনোকষ্ট, অক্ষমতা, অলসতা, কৃপণতা, কাপুরুষতা, ঋণের বোঝা এবং মানুষের প্রাধান্য বা প্রভাবের অধীনতা থেকে'।
عن أنس رضي الله عنه كان النبي صلى الله عليه وسلم يقول: اللهم إني أعوذ بك من الهم والحزن والعجز والكسل والبخل والجبن وضلع الدين وغلبة الرجال….وأعوذ بك من الهرم..
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)