ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৭০৪
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০৪) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এই বাক্যগুলো দিয়ে দুআ করতেন, 'হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমার পাপ, আমার অজ্ঞতা, আমার বাড়াবাড়ি এবং আমার সব কিছু যা আপনি আমার চেয়েও ভালো জানেন। হে আল্লাহ, আপনি ক্ষমা করুন আমার অনিচ্ছাকৃত পাপগুলো এবং আমার ইচ্ছাকৃত অপরাধ, আমার সুচিন্তিত কর্ম ও আমার নিরর্থক কর্ম, আর এ সবই আমার নিকট রয়েছে। হে আল্লাহ, আপনি ক্ষমা করুন যা আমি পূর্বে করেছি, যা আমি পরে করেছি, যা আমি গোপনে করেছি এবং যা আমি প্রকাশ্যে করেছি। আপনিই অগ্রবর্তী করেন এবং আপনিই পশ্চাদবর্তী করেন এবং আপনি সকল কিছুর উপর ক্ষমতাবান'।
عن أبي موسى الأشعري رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم أنه كان يدعو هذا الدعاء: رب (اللهم اغفر لي خطيئتي وجهلي وإسرافي في أمري وما أنت أعلم به مني اللهم اغفر لي خطاياي وعمدي وجهلي وهزلي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أعلنت أنت المقدم وأنت المؤخر وأنت على كل شيء قدير.
