ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৯৭
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৭) খাওলা বিনতু হাকীম রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ কোনো স্থানে গমন করে বা সফরে কোথাও থামে তবে সে যেন বলে, আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে', তাহলে সেই স্থান পরিত্যাগ না করা পর্যন্ত কোনো কিছু তার ক্ষতি করবে না।
عن خولة بنت حكيم رضي الله عنها مرفوعا: إذا نزل أحدكم منزلا فليقل: أعوذ بكلمات الله التامات من شر ما خلق فإنه لا يضره شيء حتى يرتحل منه.
tahqiqতাহকীক:তাহকীক চলমান