ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৯৬
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৬) আবু হুরাইরা রা. বলেন, একব্যক্তি রাসূলুল্লাহ (ﷺ) এর নিকট এসে বলে, হে আল্লাহর রাসূল, গতরাতে আমাকে একটি বিচ্ছু কামড় দিয়েছিল, তাতে আমি কী যে কষ্ট পেয়েছি! তিনি বলেন, যদি তুমি সন্ধ্যার সময় বলতে, 'আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে', তবে তা (বিচ্ছু বা বিষধর প্রাণি) তোমার কোনো ক্ষতি করত না।
عن أبي هريرة رضي الله عنه أنه قال: جاء رجل إلى النبي صلى الله عليه وسلم فقال: يا رسول الله ما لقيت من عقرب لدغتني البارحة قال: أما لو قلت حين أمسيت: أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم تضرك.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)