ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৯৫
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৫) উসমান ইবন আফফান রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে কোনো মানুষ যদি প্রত্যেক দিবসের সকালে এবং প্রত্যেক রাতের সন্ধ্যায় তিনবার বলে, 'আল্লাহর নামে, যার নামের সাথে পৃথিবীতে ও আসমানে কোনো কিছুই কোনো ক্ষতি করতে পারে না এবং তিনি মহাশ্রোতা ও মহাজ্ঞানী' তবে তাকে কোনো কিছুই ক্ষতি করতে পারবে না।
عن عثمان رضي الله عنه مرفوعا: ما من عبد يقول في صباح كل يوم ومساء كل ليلة: بسم الله الذي لا يضر مع اسمه شيء في الأرض ولا في السماء وهو السميع العليم ثلاث مرات فيضره شيء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান