ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৯৪
সকালে ও সন্ধ্যায় কী বলবে
(২৬৯৪) আবু বাকরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) প্রত্যেক সকালে ও সন্ধ্যায় তিনবার করে বলতেন, 'হে আল্লাহ, আমার দেহে আমাকে সুস্থতা নিরাপত্তা দান করুন। হে আল্লাহ, আমার শ্রবণযন্ত্রে আমাকে সুস্থতা-নিরাপত্তা দান করুন । হে আল্লাহ, আমার দৃষ্টি শক্তিতে আমাকে সুস্থতা ও নিরাপত্তা দান করুন । (আপনি ছাড়া কোনো মা'বুদ নেই')।
عن أبي بكرة رضي الله عنه في دعاء النبي صلى الله عليه وسلم صباحا ومساء ثلاثا: اللهم عافني في بدني اللهم عافني في سمعي اللهم عافني في بصري (لا اله الا انت)
tahqiqতাহকীক:তাহকীক চলমান