ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৯৮
সকাল-সন্ধ্যায় কী বললে কোনো কিছুই ক্ষতি করবে না
(২৬৯৮) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ সন্ধ্যায় তিনবার বলে, 'আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের আশ্রয় গ্রহণ করছি, তিনি যা কিছু সৃষ্টি করেছেন তার অকল্যাণ থেকে', তবে সেই রাত্রিতে কোনো বিষ তার ক্ষতি করবে না।
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: من قال حين يمسي ثلاث مرات: أعوذ بكلمات الله التامات من شر ما خلق لم يضره حمة تلك الليلة.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)