ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৭৯
ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গেলে বা অনিদ্রা হলে কী বলবে
(২৬৭৯) খালিদ ইবন ওয়ালীদ রা. বলেন, তিনি অনিদ্রায় আক্রান্ত হন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি কি তোমাকে কয়েকটি বাক্য শিখিয়ে দেব না, যেগুলো বলে তুমি ঘুমাবে? তুমি বলবে, 'হে আল্লাহ, সাত আসমান ও তাদের নিম্নস্থ সবকিছুর পালনকর্তা, যমিনসমূহ এবং সেগুলোর উপরস্থ সব কিছুর পালনকর্তা, শয়তানগণ এবং তারা যাদেরকে বিভ্রান্ত করেছে তাদের পালনকর্তা, আপনি আপনার সকল ক্ষতিকারক সৃষ্টি থেকে আমাকে আশ্রয় প্রদান করুন, যেন তাদের মধ্য থেকে কেউ আমার সাথে দুর্ব্যবহার না করে বা সীমালঙ্ঘন না করে । আপনার আশ্রয়প্রাপ্ত ব্যক্তি সম্মানিত এবং আপনার নাম বরকতময়'।
عن خالد بن الوليد رضي الله عنه: أنه أصابه أرق فقال رسول الله صلى الله عليه وسلم: ألا أعلمك كلمات إذا قلتهن نمت؟ قل: اللهم رب السماوات السبع وما أظلت ورب الأرضين وما أقلت ورب الشياطين وما أضلت كن لي جارا من شر خلقك أجمعين أن يفرط علي أحد منهم أو أن يطغى عز جارك وتبارك اسمك.
tahqiqতাহকীক:তাহকীক চলমান