ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৭৮
ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গেলে বা অনিদ্রা হলে কী বলবে
(২৬৭৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বলেন, রাসূলুল্লাহ (ﷺ) তাদেরকে শিক্ষা দিতেন ঘুমের মধ্যে ভয় পেলে এই বাক্যগুলো বলতে, 'আমি আশ্রয় গ্রহণ করছি আল্লাহর পরিপূর্ণ বাক্যসমূহের, তাঁর ক্রোধ থেকে এবং তাঁর নিকৃষ্ট বান্দাদের থেকে এবং শয়তানদের কুমন্ত্রণা থেকে এবং আমার নিকট তাদের উপস্থিতি থেকে'। আব্দুল্লাহ ইবন আমর রা. তার সন্তানদের মধ্যে যাদের বুদ্ধি হয়েছে তাদেরকে এই বাক্যগুলো শিক্ষা দিতেন। আর যার বুদ্ধি হয় নি কাগজে লিখে তার গলায় ঝুলিয়ে দিতেন।
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم كان يعلمهم من الفزع كلمات: أعوذ بكلمات الله التامة من غضبه وشر عباده ومن همزات الشياطين وأن يحضرون (فإنّها لن تضره) وكان عبد الله بن عمرو يعلمهن من عقل من بنيه ومن لم يعقل كتبه فأعلقه عليه (كتبها في صك ثم علقها في عنقه)... فإنها لن تضره.
