ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৮০
ভয় পেয়ে ঘুম ভেঙ্গে গেলে বা অনিদ্রা হলে কী বলবে
(২৬৮০) যাইদ ইবন সাবিত রা. বলেন, আমি অনিদ্রায় আক্রান্ত হয়ে রাসূলুল্লাহ (ﷺ) কে তা বলি। তিনি বলেন, তুমি বলবে, 'হে আল্লাহ, তারকাগুলো ডুবে গেল, চক্ষুগুলো প্রশান্তিতে নিমগ্ন হল, আপনি চিরঞ্জীব সর্বসংরক্ষক, হে চিরঞ্জীব, হে সংরক্ষক, আপনি আমার চক্ষুকে ঘুম পাড়িয়ে দিন এবং আমার রাত্রিকে প্রশান্তিময় করে দিন'। তখন (একথা বলাতে) আমার অনিদ্রা চলে গেল।
عن زيد بن ثابت رضي الله عنه قال: شكوت إلى رسول الله صلى الله عليه وسلم أرقا أصابني فقال قل: اللهم غارت النجوم وهدأت العيون وأنت حي قيوم لا تأخذك سنة ولا نوم يا حي يا قيوم أهدي ليلي وأنم عيني فقلتها فأذهب الله عز وجل عني ما كنت أجد.
tahqiqতাহকীক:তাহকীক চলমান