ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৫১
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫১) নবীপত্নী জুওয়াইরিয়া রা. বলেন, ফজরের সালাত আদায়ের পরে রাসূলুল্লাহ (ﷺ) তার নিকট থেকে বেরিয়ে গেলেন। তখন তিনি তার মসজিদে (সালাতের স্থানে বসে যিকরে রত) ছিলেন। অতঃপর বেলা অনেক হওয়ার পরে তিনি তথায় প্রত্যাবর্তন করেন। তখনও তিনি সেখানে বসে (যিকরে রত) ছিলেন। তখন রাসূলুল্লাহ (ﷺ) বলেন, আমি তোমাকে যে অবস্থায় রেখে চলে গিয়েছি তুমি কি এতক্ষণ সে অবস্থাতেই (যিকরে রত) রয়েছ? আমি বললাম, হ্যাঁ তিনি বলেন, আমি তোমার নিকট থেকে গমনের পরে চারটি বাক্য তিনবার বলেছি, যদি সেগুলোকে ওয়ন করা হয় তবে তুমি সারাদিনভর যা বলেছ তার চেয়ে ওযনে বেশী ভারী হবে। সেগুলো হল: ‘পবিত্রতা আল্লাহর এবং প্রশংসা তাঁরই, তাঁর সৃষ্টির সমসংখ্যক, তাঁর নিজের সন্তুষ্টি পরিমাণে, তাঁর আরশের ওযন পরিমাণে এবং তাঁর বাক্যের কালির সমপরিমাণ '।
عن جويرية رضي الله عنها أن النبي صلى الله عليه وسلم خرج من عندها بكرة حين صلى الصبح وهي في مسجدها ثم رجع بعد أن أضحى وهي جالسة فقال: ما زلت على الحال التي فارقتك عليها؟ قالت: نعم قال النبي صلى الله عليه وسلم: لقد قلت بعدك أربع كلمات ثلاث مرات لو وزنت بما قلت منذ اليوم لوزنتهن: سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته.
