ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৫০
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫০) সামুরা ইবন জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় বাক্য হল চারটি: 'সুবহানাল্লাহ' (পবিত্রতা আল্লাহর), আলহামদু লিল্লাহ' (প্রশংসা আল্লাহর), 'লা ইলাহা ইল্লাল্লাহ' (আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই) এবং 'আল্লাহু আকবার' (আল্লাহ সর্বশ্রেষ্ঠ)। তুমি এগুলোর মধ্য থেকে যেটি দিয়েই শুরু কর কোনো ক্ষতি নেই।
عن سمرة بن جندب رضي الله عنه مرفوعا: أحب الكلام إلى الله أربع: سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر. لا يضرك بأيهن بدأت.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)