ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৪৯
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৪৯) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, চিরস্থায়ী নেককর্মগুলো হল: লা ইলাহা ইল্লাল্লাহ (আল্লাহ ছাড়া কোনো মা'বুদ নেই), সুবহানাল্লাহ (পবিত্রতা আল্লাহর), আল্লাহু আকবার ( আল্লাহ সর্বশ্রেষ্ঠ), আলহামদু লিল্লাহ (প্রশংসা আল্লাহর) এবং লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ (নেই কোনো অবলম্বন ও নেই কোনো শক্তি আল্লাহতে ছাড়া)।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: الباقيات الصالحات لا إله إلا الله وسبحان الله والله أكبر والحمد لله ولا حول ولا قوة إلا بالله.
