ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৫২
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫২) নবীপত্নী সাফিয়্যাহ রা. বলেন, আমার সামনে ৪০০০ খেজুরের বিচি ছিল, যেগুলো দিয়ে আমি তাসবীহ পাঠ করছিলাম, এমতাবস্থায় রাসূলুল্লাহ (ﷺ) আমার নিকট প্রবেশ করলেন। তিনি বললেন, হে হুয়াইয়ের মেয়ে, এ কী? আমি বললাম, আমি এগুলো দিয়ে তাসবীহ পাঠ করছি। তিনি বলেন, আমি এইমাত্র তোমার মাথার উপর দাঁড়িয়ে তাসবীহ বলেছি যা এর চেয়েও বেশী । আমি বললাম, হে আল্লাহর রাসূল, আপনি আমাকে শিখিয়ে দিন । তিনি বললেন, তুমি বলবে, 'আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, আল্লাহ যত কিছু সৃষ্টি করেছেন তার সমসংখ্যক'।
عن صفية رضي الله عنها قالت: دخل علي رسول الله صلى الله عليه وسلم وبين يدي أربعة آلاف نواة أسبح بهن فقال: يا بنت حيي ما هذا؟ قلت: أسبح بهن قال: قد سبحت منذ قمت على رأسك أكثر من هذا قلت: علمني يا رسول الله قال قولي: سبحان الله عدد ما خلق من شيء.
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ফিকহুস সুনান - হাদীস নং ২৬৫২ | মুসলিম বাংলা