ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৪০
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৪০) আবু মুসা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি তার পালনকর্তার যিকর করে এবং যে ব্যক্তি তার পালনকর্তার যিকর করে না, তাদের উদাহরণ হল প্রাণময় ও প্রাণহীনের মতো।
كتاب الذكر و الدعاء
عن أبي موسى رضي الله عنه مرفوعا: مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه مثل الحي والميت.