ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৪১
সশব্দে বা নিঃশব্দে আল্লাহর যিকরের মর্যাদা এবং যিকর না করার নিন্দা
(২৬৪১) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা বেশী বেশী আল্লাহর যিকর করো, যেন তারা বলে,।
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: أكثروا ذكر الله حتى يقولوا : مجنون
