ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬০১
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুসলিমকে গালি দেওয়া, যুদ্ধ করা, ক্ষতি করা বা ষড়যন্ত্র করার নিন্দা
(২৬০১) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি কোনো মুমিনের ক্ষতি করে বা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে সে ব্যক্তি অভিশপ্ত।
كتاب الإحسان
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: ملعون من ضار مؤمنا أو مكر به.
tahqiqতাহকীক:তাহকীক চলমান