ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬০২
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
পরস্পরে গালিগালাজ
(২৬০২) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পরস্পরে গালাগালিতে লিপ্ত ব্যক্তিদ্বয় যা কিছু বলবে তার সকল দায়ভার চাপবে প্রথম যে শুরু করেছে তার উপর, যতক্ষণ না অত্যাচারিত ব্যক্তি সীমালঙ্ঘন করবে।
كتاب الإحسان
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: المستبان ما قالا فعلى البادي ما لم يعتد المظلوم.
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)